• জাতীয়

    দুর্গাপূজায় সোনামসজিদ স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

      প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৪ , ৪:৩১:১৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ছয় দিনের জন্য বন্ধ থাকবে।




    ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের মহদীপুর এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনসহ ব্যবসায়িক সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী ৯-১৪ অক্টোবর পর্যন্ত ছয় দিন স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।




    আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে যথারীতি বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

    সোনা মসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করায় শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ ছয় দিন স্থলবন্দরে সব ধরনের কাজ বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রী পারাপারের কার্যক্রম চালু থাকবে।

    0Shares

    আরও খবর 17

    Sponsered content