প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৪ , ৩:২৪:৩২ প্রিন্ট সংস্করণ
মু.হোসেন বাবলা: বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, দু:স্থ গণমানুষের প্রাথমিক চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় কিছু ঔষধ পত্র বিতরণ অনুষ্ঠান সম্প্রতি একটি স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠক খান মোঃ সাইফুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় ইপিজেড ৩৯নং ওয়ার্ডের ছাত্র সমন্বয়কারীদের সমন্বয়ে এই মহতী উদ্যোগ সম্পন্ন করা হয়েছে।
এতে প্রায় দুই শতাধিক পরিবার কে প্রাথমিক চিকিৎসা সেবা ও ঔষধ পত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফ্রিডম ব্লাড ব্যাংকের সংগঠক মোঃ আবু বকর সিদ্দিক,গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সিনিয়র টিম মেম্বার মিসেস শাহীনুর খানম,ছাত্রী সমন্বয়ের সিনিয়র টিম সদস্য ইসরাত জাহান মীম সহ অন্যান্য নেতৃবৃন্দ। তাদের এই মহতী উদ্যোগ আগামীতে ও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সমন্বয়করা।