• মহানগর

    ফ্লেভার্সে মিলল মেয়াদোত্তীর্ণ মিষ্টি, জরিমানা আদায়

      প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৪ , ৫:২৯:২৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী : মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রির অভিযোগে ফ্লেভার্স প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্স নামে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    বুধবার (২ অক্টোবর) নগরের জিইসি মোড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।




    একই দিন আরও দুই প্রতিষ্ঠানে অভিযান চালায় প্রতিষ্ঠানটি। তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কর্যালয়ে উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, মেয়াদোত্তীর্ণ মিষ্টি ও খাদ্যদ্রব্য বিক্রি করছিল ফ্লেভার্স প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্স। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ দ্রব্যের প্যাকেটে নিজেরাই মূল্য ও উৎপাদন তারিখ যুক্ত স্টিকার পুনঃসংযুক্ত করছে তারা। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কাচ্চি এক্সপ্রেস নামক রেস্টুরেন্টে খাদ্য তৈরিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অননুমোদিত কেমিক্যাল ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ মসলা, বাসি বিরিয়ানি সংরক্ষণ করতে দেখা যায়। একারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই প্রতিষ্ঠানে খাদ্যে বার বার মাথার চুল পাওয়ার একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ নিষ্পত্তি করে আরও ১০ হাজার জরিমানা করা হয়।




    পরে মাওলানা ফার্মেসি নামে আরও এক প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

    অভিযানে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেব নাথ ও মো. আনিছুর রহমান।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content