• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়ি ঝংকার মোড়ে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৬ হাজার টাকা জরিমানা আদায়

      প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৫৩:০০ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার নাজিরহাট ঝংকার মোড়ে আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ রোধ কল্পে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক উপর বাস দাঁড় করে যানজট সৃষ্টির অপরাধে দুই চালককে ৬ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।




    ২৮ সেপ্টেম্বর শনিবার বিকেরে নাজিরহাট পৌরসভার ঝংকার মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজবাহ উদ্দীন ।

    ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নির্ধারিত স্থান ব্যতীত অন্য স্থানে বাস থামিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ২ বাস চালককে আটক করা হয়। পরবর্তীতে বাস চালক তার অপরাধ স্বীকার করায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে তাদেরকে ৬০০০ (ছয় হাজার টাকা) জরিমানা করা হয়।




    জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন। ভ্রাম্যমান আদালত পরিচালনা সহায়তা করেন ফটিকছড়ি থানার পুলিশ, আনসার ও ভূমি অফিসের কর্মচারীগণ।

    আরও খবর 27

    Sponsered content