• খেলাধুলা

    হালিশহরে আন্তঃ একাডেমি কাপ ফাইনালের প্রস্তুতি ফুটবল ম্যাচে অনুর্ধ্ব -১৪ দলের জয়

      প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৪ , ৪:২৫:৪৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    ক্রীড়া প্রতিবেদক:: চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির আন্তঃ ক্লাব কাপ ফাইনালের প্রস্তুতি ম্যাচ হিসেবে গতকাল শনিবার বিকেলে ৩৯ নং ওয়ার্ড সিডিএ বালুর মাঠে নিয়মিত অনুশীলন শেষে এই প্রস্তুতি ম্যাচে অনুর্ধ্ব ১৪বছরের ফুটবল টিম ৩-১ গোলে জয় অনুর্ধ্ব -১৭টিম কে পরাজিত করে।




    জয়ী দলের গোলদাতা ১৪ টিমের পক্ষে শামীম,রকিব-২টি এবং ১৬টিমের পক্ষে শাহাদাত হোসেন ১গোল পরিশোধ করে টিমের সম্মান রক্ষা করেন।
    এর আগে গত বৃহস্পতিবার বিকেলে একই মাঠে অনুষ্ঠিত অপর প্রস্তুতি ম্যাচে অনুর্ধ্ব -১৭টিম ৩-২ গোলে অনুর্ধ্ব -১৫টিম কে হারিয়ে দেয়। জয়ী দলের রবিন২টি, আমির খন্দকার একটি এবং পরাজিত দলের আরিফ ও সাকিব ১টি করে গোল পরিশোধ করে।




    উল্লেখ্য যে, দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ৩য় আন্তঃএকাডেমি কাপ ফুটবলে পদ্মা হাউস ও মেঘনা – যমুনা হাউস টিম ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে।

    ম্যাচ পরিচালনা করেন টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সহকারী ছিলেন – সাজিদ ও আইমান। ম্যাচ পরিদর্শন করেছেন উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, সহকারী কোচ ও সিনিয়র ডিভিশন লিগের ফুটবলার মোঃ মামুন, পরিচালক ও মানবাধিকার সংগঠক মোঃখলিলুর রহমান হাওলাদার, মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার, অভিভাবক সদস্য মোঃ রাসেল, জিয়া উদ্দিন জিয়া, খোরশেদ আলম এবং একাডেমি সিনিয়র সদস্য ও সাবেক গোলকিপারের মোঃ হানিফ।




    0Shares

    আরও খবর 16

    Sponsered content