প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৪৮:০৫ প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক: চট্টগ্রাম উপজেলা পটিয়া হাইদগাও সাতগাছিয়া দরবার শরীফ বড় মিঞা মঞ্জিল মাঠে মহান (বাংলামাস ১৪ আশ্বিন )উপলক্ষ্যে আরেফিয়া স্পোর্টস ক্লাবের মওলা সুলতানপুরী (ক.)ছাত্র -যুব পরিষদের সৌজন্যে সৈয়্যদা আমাতুল্লাহ খানম ফুটসাল উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মহতী উদ্যোগের উদ্ধোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, পটিয়া আবাহনী লিমিটেড এর সদস্য এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ জসিম উদ্দিন।
গত ২১ সেপ্টেম্বর বিকেলে পটিয়া হাইদগাও ইউপির বিভিন্ন সংগঠনের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে এই উন্মুক্ত ফুটসাল প্রতিযোগিতার। প্রধান অতিথি এই অঞ্চলের ক্রীড়া উন্নয়নে সবাই কে এগিয়ে আসার বিশেষ অনুরোধ জানিয়েছেন।
অনুষ্ঠানে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন।