• পার্বত্য চট্টগ্রাম

    থানচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

      প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৪ , ৪:১৮:২৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: শহীদুল ইসলাম শহীদ: খাগড়াছড়ি দীঘিনালায় পাহাড়ি বাঙালি উভয়ের হামলা, হত্যা, ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানের অগ্নিসংযোগ, লুটপাটের খবর বিভিন্ন গণমাধ্যমে সুত্রে জানা যায়।




    উপরোক্ত ঘটনার প্রতিবাদে প্রতিবাদে শনিবার ২১ সেপ্টেম্বর শনিবার সকালে বাসস্ট্যান্ড মুক্ত মঞ্চ থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়ে থানচি বাজার ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার সম্মুখ রাস্তায় এসে মিলিত হয়।পরবর্তী আদিবাসী ছাত্র ও যুব সমাজের ব্যানারে অংগ্যপ্রু মারমা সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।




    সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন থানচি আদিবাসী ছাত্র সমন্বয়ক মংমে মারমা। এতে সময় স্বাগত বক্তব্য রাখেন থংলে খুমি,অন্যান্যদের মধ্যে মুক্ত ত্রিপুরা, উক্যবুং মারমা, রেইংহাই ম্রো, সিংওয়াইমং মারমা, ফ্রান্সিস ত্রিপুরা ও জ্যোতি বিকাশ চাকমা বক্তব্য প্রদান করেন।




    0Shares

    আরও খবর 29

    Sponsered content