• জাতীয়

    শেখ হাসিনাকে ফেরত আনতে সরকারের অবস্থান স্পষ্ট: রিজওয়ানা হাসান

      প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৪ , ৫:০৫:২৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের বন, পরিবেশ ও জলবায়ু এবং পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট; গণহত্যা, নির্যাতন-নিপীড়নের বিচারের স্বার্থে তাকে বিচারের প্রক্রিয়াতে থাকতে হবে।




    বৃহস্পতিবার (সেপ্টেম্বর ১২) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষে ফরেস সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের (দেশে ফেরত আনা) বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট; বিচারের স্বার্থে, গণহত্যার যে অভিযোগটা আছে সেটা বিচারের স্বার্থে, নির্যাতন-নিপীড়ন বিচারের স্বার্থে, সর্বোপরি একটা ফ্যাসীবাদী ব্যবস্থার মুখপাত্র হিসেবে বিচারের প্রক্রিয়াতে তাকে থাকতে হবে। কারণ এখানে তার দায়-দায়িত্বের একটা ব্যাপার আছে।




    অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা আরও বলেন, প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে, সেই প্রত্যাবর্তন কোন প্রক্রিয়ায় হবে, দুই দেশের মধ্যে কীভাবে কথা হবে, সেগুলোতো পরের ব্যাপার। যখন আইনি প্রক্রিয়া শুরু হবে তখন এগুলো আমরা দেখবো।

    0Shares

    আরও খবর 17

    Sponsered content