• মহানগর

    ঘুষ নেওয়ার অভিযোগে চসিক হিসাবরক্ষককে নোটিশ

      প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৪ , ৪:২৭:৩৯ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী : ঘুষ নেওয়ার অভিযোগের তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় চসিকের হিসাবরক্ষক মাসুদুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মোকদ্দমা জারি করা হয়েছে।




    সোমবার (৯ সেপ্টেম্বর) চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম জানান, হিসাব বিভাগের হিসাবরক্ষক মাসুদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ায় মাসুদুল ইসলাম এর বিরুদ্ধে বিভাগীয় মোকদ্দমা জারি করা হয়েছে৷




    মাসুদুল ইসলামকে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯ দফা (খ) অনুসারে গুরুতর অপরাধে অভিযুক্ত করা হয়েছে এবং কেন তাকে উক্ত বিধি মোতাবেক উপযুক্ত শাস্তি দেওয়া হবে না তা নোটিশ প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।




    আরও খবর 25

    Sponsered content