• মহানগর

    ফেনীর বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করে ভ্রাতৃত্ব ও মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রোহিঙ্গা আলেমগণ

      প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৪ , ৩:০১:৩৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদক :: ফেনীর বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বার্মিজ রোহিংগা এসোসিয়েশন জাপান এবং দোদাইং ওলামা পরিষদ রোহিঙ্গা ক্যাম্প। ৯ সেপ্টেম্বর (সোমবার) ফেনীর পরশুরাম, ছাগল নাইয়া, ফুলগাজী, সোনাগাজীর বৃহত্তর এলাকার অসহায় জনসাধারণ, আলেম ওলামা ও বিভিন্ন ক্ষতি গ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অপেক্ষাকৃত ত্রাণবঞ্চিত বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।




    নগদ অর্থ বিতরণ কাজে জামেয়া দারুল মাআরিফের মুহাদ্দিস মাওলানা এনামুল হক মাদানী ও মাওলানা আফীফ ফুরকান মাদানীর নেতৃত্বে একদল আরকানী আলেম নগদ অর্থ বিতরণ কাজে অংশগ্রহণ করেন মাওলানা খুরশীদ আলম, মাওলানা মুহাম্মদ উল্লাহ, মাওলানা জূনাইদ রশীদ, মাওলানা জুনাইদ সাঈদ, আবু আলম, মাওলানা কবীর আহমদ প্রমুখ।

    নগদ অর্থ বিতরণকালে মুহাদ্দিস মাওলানা এনামুল হক মাদানী বলেন, বন্যার্তদের সাহায্য করা মানে তাদের প্রতি করুণা নয়, এটি আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে পারা সৌভাগ্যের বিষয় এবং এটি অন্যতম মানবিক গুণ। তিনি আরো বলেন, ভ্রাতৃত্ব ও মানবতার টানে অসাধারন দৃষ্টান্ত স্থাপন করলেন রোহিঙ্গা আলেম সমাজ। ভারতের পানি আগ্রাসনের শিকার হয়ে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী যখন ভয়াবহভাবে বিপর্যস্ত , তাদের সহযোগিতায় ঝাঁপিয়ে পড়েছে সরকারের পাশাপাশি দেশের সর্বস্তরের জনগন।




    মুহাদ্দিস মাওলানা আফীফ ফুরকান মাদানী বলেন, এ মহান কর্মযজ্ঞে সামর্থানুসারে নগদ অর্থ সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন একদল রোহিঙ্গা আলেম। তারা নিজেরা জুলুম-নির্যাতন এবং অর্থনৈতিক দৈন্যদশার শিকার হওয়া সত্ত্বেও এদেশের জনসাধারণের দুর্দশা দেখে তাদের হৃদয় হাহাকার করে উঠে। তাই ক্যাম্প থেকে সামর্থানুসারে টাকা সংগ্রহ করে বন্যার্তদের উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content