• খেলাধুলা

    সমুদ্র এলাকায় ওয়াম-আপ ম্যাচে কিশোর ফুটবল টিম-১নং (নীল জার্সি) জয়ী

      প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩:৫৪:১৭ প্রিন্ট সংস্করণ

    ক্রীড়া ডেস্ক: দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ১১ তম ওয়াম-আপ ম্যাচ শনিবার বিকেলে দক্ষিণ হালিশহর পশ্চিমে সমূদ্র সংলগ্ন সিডিএ বালুর মাঠে সম্পন্ন হয়েছে।
    ৭০ মিনিটের এই ওয়াম -আপ ফুটবল ম্যাচটি ছিল তীব্র উত্তেজনা আর আকর্ষণীয়।

    নবাগত ক্ষুদে ৪ ফুটবলারকে ম্যাচে অভিষেক করা হয়েছে। শেষ পর্যন্ত ম্যাচে অনুর্ধ১৪-১৫ এর ১নং টিম (নীল জার্সি) ৩-২ গোলে অনুর্ধ্ব ১৫-১৬ এর ২ নং টিম কে হারিয়েছে। নীল জার্সির রকিব১, রাহাত ১ এবং লাবিব আত্মঘাতী গোল দিয়ে এগিয়ে যেতে থাকে।




    পরাজিত দলের কান্ত একাই ২ গোল পরিশোধ করে টিমের সম্মান রক্ষা করে।

    এই ম্যাচ শুরুর প্রাক্কালে উভয় টিমের সাথে পরিচয় বিনিময় করেন একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা,পরিচালক ও মানবাধিকার সংগঠক মোঃখলিলুর রহমান হাওলাদার, সাবেক ফুটবলার মোঃ রাকিব হাসান,মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার সহ হালিশহর একাদশ ক্লাবের বিভিন্ন উপ কমিটির সদস্য বৃন্দ।




    খেলা পরিচালনা করেছেন সাবেক ফুটবলার ও উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন,সহকারী ছিলেন মোঃ মারুফ ও মাইনুদ্দিন।

    আরও খবর 16

    Sponsered content