• মহানগর

    চমেক অধ্যক্ষের পদত্যাগ দাবি

      প্রতিনিধি ২১ আগস্ট ২০২৪ , ৪:৩৭:০৩ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকেই কলেজের নতুন অ্যাকাডেমিক ভবনের সামনে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।




    শিক্ষার্থীদের অভিযোগ, গত ৩ আগস্ট শান্তি সমাবেশের নামে শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে কর্মসূচি পালন করেন চমেকের চিকিৎসকরা। এতে তিনি উপস্থিত থেকে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া কলেজের শিক্ষার্থীদের হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে।

    আন্দোলনে অংশ নেওয়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন তানিম বলেন, সাবেক প্রধানমন্ত্রী যখন গণহত্যা চালাচ্ছিলেন তখন আমাদের অধ্যক্ষ শান্তি সমাবেশের নামে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। পাশাপাশি তিনি আমরা যারা আন্দোলনে অংশ নিয়েছিলাম তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন। এমন কেউ এখনো অধ্যক্ষ থাকবেন, সেটা আমরা মেনে নিতে পারবো না।




    তিনি বলেন, আগামীকালও (বুধবার) আমাদের কর্মসূচি রয়েছে। সকাল সাড়ে ৭টায় চমেক অ্যাকাডেমিক ভবনের সামনে আমাদের অবস্থান কর্মসূচি রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নিতে দেওয়া হবে না।

    ২০২১ সালের ২০ জানুয়ারি চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান ডা. সাহেনা আক্তার। তিনি গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্বে ছিলেন।




    আরও খবর 25

    Sponsered content