• উত্তর চট্টগ্রাম

    হাটহাজারীতে আহলে বাইতে রাসুল (সাঃ) স্মরণে শাহাদাতে কারবালা মাহফিল

      প্রতিনিধি ১৪ জুলাই ২০২৪ , ১০:০৮:৫৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিনিধি: আহলে বাইয়াতে রাসুল (সাঃ) স্মরণে চতুর্থতম শাহাদাতে কারবালা মাহফিল ১৩ জুলাই রাতে হাটহাজারী কাটিরহাট পশ্চিম ধলই সফিনগর হিম্মত চৌধুরী বাড়ি সংলগ্ন খাইরিয়া দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।




    মাহফিল উদযাপন কমিটির সভাপতি এইচ এম জসিম উদ্দিন জিকুর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন খতিব হাজী সুলতান বিন সিরাজ মিয়া শাহী জামে মসজিদ (পানিরকল) আলহাজ্ব মাওলানা মোঃ ওমর ফারুক নইমী (ম,জি, আ)।




    বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল হাট সিটি কর্পোরেশন বিপণী বিতান জামে মসজিদের খতিব হাফেজ মোঃ মনির উদ্দিন।

    দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নায়েবে সাজ্জাদানশীল শফি নগর গাউছিয়া খারিয়া দরবার শরীফ, শাহাজাদা মোহাম্মদ নিজাম উদ্দিন মাইজভান্ডারী।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content