প্রতিনিধি ১০ জুলাই ২০২৪ , ৯:৪৫:৫৭ প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক: দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির বয়সভিত্তিক ফুটবল টিম গঠন কল্পে গত ৭,৮,৯ জুলাই পর পর তিনটি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন হয়েছে।
প্রথম ম্যাচে পাইওনিয়ার টিমের সাথে সিডিডিএল স্কুল ফুটবল টিম ৪-২ গোলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি।
২য় ম্যাচে স্কুল টিম ৩-২ জয়ী হয়েছেন এবং গতকাল মঙ্গলবার শেষ প্রীতি ম্যাচে অনুর্ধ-১৫ কিশোর ফুটবল লিগের টিম একাডেমির সিনিয়র টিম কে ৩-২ গোলে হারিয়েছে।
কিশোর ফুটবল টিমের রকিব, শাহাদাত,ইশরাক গোল করে। অপরদিকে সিনিয়র টিমের রবিন ও আমির১ টি করে গোল পরিশোধ করে।
তিনটি ম্যাচ পরিচালনা করেন উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন,সহকারী মোঃ ওমর ফারুক, আঃ নূর পংকু।
খেলা পরিদর্শন করেছেন একাডেমির পরিচালক ও ফুটবল উপ-কমিটির সভাপতি মোঃ নূরুল আমিন সোহেল, টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, পরিচালক ও মানবাধিকার সংগঠক মোঃ খলিলুর রহমান হাওলাদার, সাবেক ফুটবলার মোঃ আব্দুল খালেক, পরিচালক মোঃ আখতার হোসেন, ফুটবল উপ কমিটির সহ-সভাপতি, সংগঠক মোঃ সেলিম খান সহ অন্যান্য নেতৃবৃন্দ, অভিভাবক প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
খেলার শুরুতে নবাগত ক্ষুদে ফুটবলারদের নতুন বল দিয়ে বরণ করা হয়েছে। শীঘ্রই আন্ত একাডেমি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপ কমিটির সদস্য সচিব মোঃ আবু জাফর বাবু।