• পার্বত্য চট্টগ্রাম

    থানচি কলেজে কম্পিউটার ল্যাব সামগ্রী প্রদান

      প্রতিনিধি ১০ জুলাই ২০২৪ , ১২:৩৭:৩৯ প্রিন্ট সংস্করণ

    মো: শহীদুল ইসলাম শহীদ: শিক্ষার মান উন্নয়নে থানচি কলেজ কম্পিউটার ল্যাবের জন্য ADP-এর অর্থায়নে ১টি প্রিন্টারসহ ১০ সেট কম্পিউটার প্রদান করা হয়েছে।

    ৯ই জুলাই বুধবার দুপুরে উপজেলা পরিষদে উপরোক্ত সামগ্রী প্রদান করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা।




    এসময় সাথে ছিলেন এলজিইডি প্রকৌশলী এমদাদুল হক, ইন্জিনিয়ার মোঃ জাকির, শিক্ষার্থী বৃন্দ। ল্যাব সামগ্রী গ্রহণ করেন কলেজ অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা।




    এসময় উপজেলা পরিষদ ও উপজেলা এলজিইডি প্রকৌশলী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে থানচি কলেজের পক্ষ থেকে থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কলেজ অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা।