প্রতিনিধি ৮ জুলাই ২০২৪ , ১২:০৬:৪৫ প্রিন্ট সংস্করণ
লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া সমিতি চট্টগ্রাম’র কার্যনির্বাহী পরিষদের এক সভা সমিতির সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন এর সঞ্চালনায় গতকাল ৬ জুলাই ২০২৪ (শনিবার ) নগরীর কাজির দেওরীস্থ সমিতির স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল, আলহাজ্ব ফজল আহমদ হারুন,এরফানুল করিম চৌধুরী,ফোরকান উল্লাহ চৌধুরী, এস এম মাকছুদুল হক চৌধুরী, ইসকান্দর মির্জা,যুগ্ন সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, শহিদুল ইসলাম, সাজ্জাদ হোসাইন মিনহাজ, সহ-সাধারণ সম্পাদক কাজী আরিফুল ইসলাম, মোঃ সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী,দপ্তর সম্পাদক ফৌজুল কবির ফজলু, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-অর্থ সম্পাদক ইয়াছিন আরফাত, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এম সোলাইমান কাসেমী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সরোয়ার আলম, তথ্য,গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার নাদিব হাসান, সাহিত্য সম্পাদক হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহাবুব, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এরফানুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন চৌধুরী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবদুস সামাদ আজাদ, কার্যনির্বাহী পরিষদ সদস্য এইচ এম গনি সম্রাট, ছলিম উল্লাহ চৌধুরী ডালিম, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ সৈয়দ নুর, মোঃ আবু সাঈদ ও জুয়েল পাল প্রমুখ।
সভায় ইবনে সিনা ডায়াগনিষ্টিক সেন্টারের পক্ষ থেকে চুক্তি’র অংশ বিশেষ তাদের ম্যানেজমেন্ট’র ৩ জন প্রতিনিধি অংশ গ্রহন করে এবং স্বাস্থ্য বিষয়ক সচেতনতা প্রচারের জন্য ফেস্টুন প্রদান করেন এবং সমিতি’র কার্যালয়ের জন্য ২ টি নান্দনিক দেওয়াল ঘড়ি ও সদস্যদের জন্য কলম উপহার প্রদান করেন। এতে বক্তারা বিভিন্ন এজেন্ডার উপর আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে সমিতি’র কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় বক্তারা দেশের ঐতিহ্যবাহী সমিতি হিসেবে সুখ্যাতি অর্জন করতে সমিতির সকল কার্যনির্বাহী সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও বক্তারা আরো বলেন,লোহাগাড়া সমিতি চট্টগ্রাম মানবতার কল্যাণে কাজ করছে এবং আগামীতেও মানুষের যে কোন দুর্যোগ দুর্ভোগে পাশে থাকবে।পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন সমিতি’র সাহিত্য বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহাবুব।