• দক্ষিণ চট্টগ্রাম

    পটিয়ায় প্রাচীন মূর্তি ও দান বাক্সের টাকা চুরি

      প্রতিনিধি ৩ জুলাই ২০২৪ , ১০:২০:১০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলার ধলঘাট ইউপির মুকুটনাইট ধাতুচৈত্য বিহারের শত বছরের প্রাচীন মূর্তি ও দান বক্সের টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।

    গত (১ জুলাই)সোমবার গভীর রাতে মন্দিরের দরজার তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে পটিয়া থানার পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




    এছাড়াও পটিয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান দিদারুল আলম দিদার, ধলঘাট ইউপি চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন ঘটনাস্থলে ছুটে গিয়ে কারণ জানতে চেয়েছেন এবং মন্দির কমিটি শান্তনা দেন।

    স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা অশোক বড়ুয়া বাবু জানান, সোমবার গভীর রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল। সে সুযোগে বিহারের গেটের তালা ভেঙে চোরের দল শত বছরের একটি বুদ্ধমূর্তি ও দান বক্সের টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।




    তিনি বলেন, আমাদের গ্রামবাসীর দাবি শত বছরের বুদ্ধমূর্তিটি উদ্ধার করতে প্রশাসন যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

    পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, মন্দিরে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।




    0Shares

    আরও খবর 28

    Sponsered content