• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়ি নাগরিক সংবর্ধনা সভায় সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান এম.এ.ছালামের

      প্রতিনিধি ৩০ জুন ২০২৪ , ১০:০২:২০ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : শুক্রবার (২৮জুন) ফটিকছড়ি উপজেলা লেলাং গোপাল ঘাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরীকে গোপাল ঘাটা সর্বসাধারণ আয়োজিত নগরিক সংবর্ধনা সভা সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়।

    ফটিকছড়ি উপজেলা লেলাং ইউনিয়নের গোপালঘাটা সর্বসাধারণের উদ্দ্যেগে ফটিকছড়ি উপজেলা নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরীকে নাগরিক সংবর্ধনা বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও গোপাল ঘাটা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য এম.এ.সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।




    এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম.এ.ছালাম।

    প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম-ফটিকছড়ির সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি এমপি। উদ্ধোধক ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ টি এম পিয়ারুল ইসলাম।




    বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গোলাপ রহমান গোলাপ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামিলীগের বন ও পরিবেশ সম্পাদক আলহাজ্ব আবু তালে চৌধুরী,চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আকতার পারভেজ মাহমুদ, ফটিকছড়ি উপজেলা আওয়ামিলীগ সদস্য সাদাত আনোয়ার সাদী, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল হোসেন, মাস্টার মুহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শারমিন আকতার নুপুর, ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন, হাটহাজারী উপজেলা ফরহাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শওকত হোসেন, লেলাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কুতুবউদ্দিন মুহুরী, চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু রোগের বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ জয়নাল আবেদীন মুহুরী,গোপাল ঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক হোসেন, উপজেলা আওয়ামিলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ আবু বশর, উপজেলা দপ্তর সম্পাদক মুহাম্মদ আবুল কাশেম মেম্বার মুহাম্মদ ইসমাইল প্রমুখ।




    বক্তারা ফটিকছড়িকে মাদক, সন্ত্রাস ও ইয়াবা মুক্ত আধুনিক উপজেলা গড়ে তুলতে সকলের সহযোগিতা চান। দলবল নির্বিশেষে সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

    আরও খবর 27

    Sponsered content