• খেলাধুলা

    সিসিপিএ ৪৫তম রেপিড রেটিং দাবায় সোহেল চৌধুরী চ্যাম্পিয়ন

      প্রতিনিধি ৩০ জুন ২০২৪ , ১০:১১:৩২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি আয়োজিত সিসিপিএ ৪৫তম আন্তর্জাতিক রেপিড রেটিং দাবা প্রতিযোগিতা ২৯ জুন শনিবার দুপুরে স্টেডিয়াম শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

    টুর্নামেন্টে ৭ খেলায় সোহেল চৌধুরী সাড়ে ৬পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ৬পয়েন্ট পেয়ে ফজলে নুর বাপ্পি রানার্স-আপ হবার গৌরব অর্জন করেছেন।




    উক্ত খেলায় সাড়ে ৫ পয়েন্ট করিম শাহিন ৩য় স্থান, ৫পয়েন্ট পেয়ে ইফতেখার আলম ৪র্থ, দিব্য দাশ গুপ্ত ৫ম, দিপংকর চাকমা ৬ষ্ঠ, সাজিদ-বিন-জাহিদ ৭ম এবং মুজিবুর রহমান ৮ম স্থান লাভ করেন।




    সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি সভাপতি শহীদুর রহমানের সভাপতিত্বে এবং সাঃ সম্পাদক ফিদে মাস্টার আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস দাবা কমিটির ভাইস চেয়ারম্যান ও সিসিপিএর সাবেক সভাপতি রাকিব-উল-ইসলাম সাচ্চু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয় সম্পাদক ফজলে নুর বাপ্পি, মহসিন জামাল পাপ্পু, মুজিবুর রহমান, মোঃ জাহাঙ্গীর আলম(দাবা জাহাঙ্গীর), রুহুল আমিন,আবু মুহসিন, অ্যাডভোকেট টিটু বড়ুয়া, মির্জা আরিফুর রহমান, আসিফ মাহমুদ, মো: হাসান প্রমুখ।




    টুর্নামেন্টে মোট ৬১জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে এতে চীফ আরবিটার হিসাবে মোঃ নুরুল আমিন দায়িত্ব পালন করেন ।




    0Shares

    আরও খবর 16

    Sponsered content