• পার্বত্য চট্টগ্রাম

    থানচিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

      প্রতিনিধি ২৮ জুন ২০২৪ , ১০:০০:৩৭ প্রিন্ট সংস্করণ

    মো: শহীদুল ইসলাম শহীদ: বান্দরবানের থানচি উপজেলায় ফের পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ২৭শে জুন এ সিদ্ধান্ত ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (থানচি)মোহাম্মদ মামুন।




    এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মরত,পর্যটক সংশ্লিষ্ট জনসাধারণ, বিভিন্ন বাহিনীর দ্বায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এসময় ২৭ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব পর্যটন স্পট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।




    উল্লেখ্য যে, এর আগে গত ২২ জুন ঈদুল আজহা উপলক্ষে থানচি উপজেলার দর্শনীয় কয়েকটি পর্যটন স্পট পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয় উপজেলা প্রশাসন,তবে বৃহস্পতিবার দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় থানচিতে আগত পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আবারও উপজেলার পর্যটন স্পটগুলো বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।




    এই বিষয়ে ৩৮ বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খান পিএসসি এসি থেকে জানতে চাইলে তিনি উপরোক্ত বিষয়ে একমত পোষণ করে বলেন পর্যটকদের নিরাপত্তার স্বার্থে উপরোক্ত বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।




    আরও খবর 29

    Sponsered content