• মহানগর

    নিজের শহরে সংস্কৃতি চর্চার বিকাশে কাজ করবেন সুদর্শন দাশ

      প্রতিনিধি ২৭ জুন ২০২৪ , ১০:৩৩:২১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নগরে সংস্কৃতি চর্চার সুযোগ বাড়াতে লন্ডনের তবলা অ্যান্ড ঢোল একাডেমির সঙ্গে কাজ করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

    বৃহস্পতিবার (২৭ জুন) টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে মেয়র রেজাউল করিম চৌধুরীর সঙ্গে একাডেমির পরিচালক ব্যরিস্টার পণ্ডিত সুদর্শন দাশের সাক্ষাৎকালে এ সিদ্ধান্ত হয়।

    পণ্ডিত সুদর্শন দাশ দীর্ঘ সময় তবলা বাজিয়ে ২০১৬ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করেন। দীর্ঘতম তবলা ম্যারাথন (৫৫৭ ঘণ্টা ১১ মিনিট, ২০১৬), দীর্ঘতম ঢোল ম্যারাথন (২৭ ঘণ্টা, ২০১৭), ড্রাম রোল (১৪ ঘণ্টা, ২০১৮) সহ পাঁচবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন চট্টগ্রামের এই কৃতী সন্তান।




    সাক্ষাৎকালে সুদর্শন বলেন, তবলা অ্যান্ড ঢোল একাডেমি লন্ডন প্রধান অফিস কর্তৃক বাংলাদেশের রাজধানী ঢাকাসহ চারটি (অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ভারত) দেশে পরিচালিত হয়। দীর্ঘ আট বছরেরও বেশি সময় সংগীত, নৃত্য, তবলা, কিবোর্ড, বেহালা, গিটার ও ঢোল প্রশিক্ষণের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশের সাংস্কৃতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সংস্থাটি। আমি আমার জন্মস্থান চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় একটি শাখা পরিচালনা করতে ইচ্ছুক। এ শাখা থেকে চট্টগ্রামের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অঙ্গনে অগ্রণী ভূমিকা পালন করবে এবং উচ্চতর ডিগ্রির জন্য লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ভারতসহ বিভিন্ন দেশে স্কলারশিপ নিয়ে লেখাপড়া করার সুযোগ রয়েছে।




    মেয়র বলেন, চট্টগ্রামে সাংস্কৃতিক কার্যক্রম বাড়াতে আমি আগ্রহী। কারণ আমি বিশ্বাস করি সাংস্কৃতিক কার্যক্রম মানবিক গুণাবলির বিকাশ ঘটায়। এজন্য তবলা অ্যান্ড ঢোল একাডেমিকে কার্যক্রম পরিচালনার জন্য স্থান বরাদ্দ দেওয়া হবে। চসিক এবং তবলা অ্যান্ড ঢোল একাডেমি চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের বিকাশে কাজ করবে।

    এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, মেয়রের একান্ত সচিব আবুল হাসেম, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, দূর্বাদল চৌধুরী, এটিএম আইনুল ইসলাম চৌধুরী আবেদ প্রমুখ।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content