• উত্তর চট্টগ্রাম

    সংবাদ প্রকাশিত হওয়ার পর ১০৫ শতক খাস জমি উদ্ধার করেছে প্রশাসন

      প্রতিনিধি ১৫ জুন ২০২৪ , ১০:২৮:২৯ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলাধীন নাজিরহাট পৌরসভার দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে দখল থাকা ৩ কোটি টাকা মূল্যের ১০৫ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে। গত বুধবার দুপুর পৌরসভার শাহ চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করে উপজেলা ভূমি অফিস।




    ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে স্হানীয় শহিদুল আলম, তৌহিদুল আলম, মো, রুবেল ও আয়শা নামে ৩জন ব্যক্তি ও জমি ঘেরাও দিয়ে দখল রেখে ভোগ করে আসছিলেন।উপজেলা প্রশাসনের পক্ষে নাজিরহাট ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তা ও স্হানীয় জনপ্রতিনিধি অবৈধ বেড়া ঘেরাও অপসারণ করে ১০৫শতক জমি উদ্ধার পরে পৌরসভার সংলিষ্ট বিভাগের কর্মকর্তাদের দখল বুঝিয়ে দেন।




    ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপশ্রী নাথ জানান, উপজেলা প্রশাসনের নির্দেশে খাস জমি উদ্ধার করে নাজিরহাট পৌরসভার সংলিষ্ট শাখায় বুঝিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আমাদের এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

    আরও খবর 27

    Sponsered content