• মহানগর

    চট্টগ্রাম ইপিজেড এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন

      প্রতিনিধি ৯ জুন ২০২৪ , ১০:৫৪:৩২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মু.হোসেন বাবলা:“দেশব্যাপী নিন্ম আয়ের ১কোটি ফ্যামিলি কার্ডধারী মানুষের মাঝে পণ্য বিক্রয় কার্যক্রমের অংশ হিসেবে”চট্টগ্রামের ইপিজেড এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন।




    দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ডের মোশাররফ স্টোরের তত্ত্বাবধানে ৮ জুন, শনিবার সকালে টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক অফিস ইনচার্জ ও যুগ্ম পরিচালক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান বিগ্রেডের জেনারেল মোঃ মোস্তফা ইকবাল। বিশেষ অতিথি ছিলেন যুগ্ন সচিব মোঃ আবেদ আলী, টিসিবির পরিচালক (অর্থ প্রশাসন) আবুল হাসনাত চৌধুরী।

    স্থানীয় কাউন্সিলর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম রাশেদ, মোশাররফ হোসেন, মোঃ ইউসুফ, নাইম উদ্দিন,এন,এ ইসলাম ও জসিম উদ্দিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




    এসময় প্রধান অতিথি বানিজ্য সচিব সেলিম বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় নিম্ন আয়ের মানুষের মাঝে পণ্য বিক্রয় কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে এই মহতী উদ্যোগ চলমান রাখতে টিসিবির মাধ্যমে বিভিন্ন ডিলার প্রতিষ্ঠান কে দায়িত্ব দেয়া হয়েছে। এতে চাউল,চিনি,ডাল,তেল ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে এই মহতী উদ্যোগ। তবে চট্টগ্রামে এখন চিনি দিচ্ছেন না বলে সচিব তার বক্তব্যে জানিয়েছেন।




    এদিকে ডিলার মোশাররফ স্টোরের তত্ত্বাবধায়ক মোঃ মোশারফ হোসেন টিসিবির কাছে জনগণের চাহিদা অনুযায়ী চিনি এবং ইপিজেড এলাকায় অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় আরো কার্ডের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content