• মহানগর

    নগরের আরও পাঁচ সড়কে চলবে স্মার্ট স্কুল বাস

      প্রতিনিধি ৭ জুন ২০২৪ , ১০:২৯:২৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: শিক্ষার্থীদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম নগরের আরও পাঁচ সড়কে চলবে স্মার্ট স্কুল বাস সার্ভিস। এরই মধ্যে জেলা প্রশাসনের স্মার্ট স্কুল বাস পরিচালনায় বিআরটিসি ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে।




    বৃহস্পতিবার (৬ জুন) জেলা প্রশাসকের সভাকক্ষে ১০টি স্মার্ট স্কুল বাস পরিচালনায় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

    জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, এসব বাসে নগরের পাঁচটি সড়কে ছাত্র-ছাত্রীরা যাতায়াত করতে পারবে।




    বাসগুলোতে স্মার্ট টেকনোলজি, জিপিএস ট্র্যাকার, ক্যামেরা, এআই ব্যবহার করে শিক্ষার্থীদের স্কুল যাতায়াতের ক্ষেত্রে বাসে ওঠা-নামার সময় অভিভাবকের ফোনে স্বয়ংক্রিয় এসএমএস প্রদান, বাসে শিক্ষার্থীদের অবস্থান মনিটরিং এবং স্বল্প খরচে স্কুল-কলেজে যাওয়া আসা নিশ্চিত করা হয়েছে। আগামীতে চাহিদা অনুযায়ী ক্রমান্বয়ে বাসের সংখ্যাও বাড়ানো হবে।




    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদি উর রহিম জাদিদ, জিপিএইচ ইস্পাত লিমিটেডের উপদেষ্টা কর্নেল (অব.) মো. শওকত ওসমান ও উপদেষ্টা মোহাম্মদ ওসমান গনি (মিডিয়া) উপস্থিত ছিলেন।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content