• উত্তর চট্টগ্রাম

    চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হলেন জোরারগঞ্জ থানার আব্দুল্লাহ আল হারুন

      প্রতিনিধি ৩ জুন ২০২৪ , ১০:১৮:২০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পেয়েছেন জোরারগঞ্জ থানার ওসি আব্দুল্লাহ আল হারুন। ২ জুন বিকেলে চট্টগ্রাম জেলার সিভিক সেন্টারে মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা সভায় তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্। তিনি টানা দুইবার শ্রেষ্ঠ ওসি হওয়ার গৌরব অর্জন করেন।




    জানা গেছে, গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার এবং উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ ওসি হিসেবে এই পুরস্কার দেওয়া হয় তাঁকে।




    ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, এবারের ক্রাইম কনফারেন্স নিঃসন্দেহে আমার জন্য ছিল ব্যতিক্রম এবং অনেক আনন্দের। সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ ওসি হিসেবে আমাকে মনোনীত করায় উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। একই সাথে আন্তরিক ধন্যবাদ জানাই জোরারগঞ্জ থানার সকল পুলিশ সদস্যকে।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content