• মহানগর

    বিমানবন্দর ভিআইপি সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

      প্রতিনিধি ২৬ মে ২০২৪ , ১০:২০:৪৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নগরের বিমানবন্দর জননেত্রী শেখ হাসিনা সড়কের ভিআইপি অংশে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।




    অভিযানে ফুটপাত ও রাস্তার দুই পাশে অবৈধ ঘর-বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং বাটারফ্লাই পার্কের সামনে প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

    উচ্ছেদ অভিযানের পর মেয়র রেজাউল করিম চৌধুরী এলাকাটি পরিদর্শন করে উদ্ধার করা এলাকায় বেষ্টনী তৈরির নির্দেশ দেন। রোববার (২৬ মে) দুপুরে সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমের তত্ত্বাবধানে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযান পরিচালনা করেন।




    অভিযানে সহায়তা করেন চসিকের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content