• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুনামেন্ট-২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৬ মে ২০২৪ , ৯:৪৫:৫৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুনামেন্ট-২০২৪ ফাইনাল খেলা পুরুষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    ২৬মে রবিবার বিকেল ৪টা ফটিকছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুনামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা পুরুষ্কার বিতরণ ও আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি এমপি।




    বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডক্টর মুহাম্মদ সেলিম রেজা, ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান, নারায়নহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষক মোহাম্মদ তৌহিদুল আলম, সাবেক কাউন্সিলর মুহাম্মদ আবুল কাশেম, মাইনুল করিম সাউকী,উপজেলা ছাত্র লীগের সভাপতি মুহাম্মদ জামাল প্রমুখ। খেলা পরিচালনা করেন মাস্টার মুহাম্মদ সাজ্জাদ, রেফারি দায়িত্ব পালন করেন মুহাম্মদ আকবর,রনি,সোহেল ও বেদদার।




    বৈরি আবহাওয়ার মধ্যে দিয়ে আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজ বনাম নারায়নহাট ডিগ্রি কলেজ মধ্যে ফটিকছড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে কোনো দল গুলের দেখা পাইনি। বিরতির পর দ্বিতীয়ার্ধে ১-০গুলে ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজ নারায়নহাট ডিগ্রি কলেজকে হারিয়ে শিরোপা অর্জন করে।




    প্রধান অতিথি বলেন, খেলা ধুলায় মানুষের মাঝে আনন্দ দেয়।শারীরিক, মানসিক সুস্হতাবিকাশের ক্ষেত্রে খেলা ধুলারবগুরুত্ব অপরিসীম। যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফিরিয়ে আনতে খেলা ধুলার বিকল্প নেই।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content