• খেলাধুলা

    টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন লিটন

      প্রতিনিধি ২৫ মে ২০২৪ , ৯:৫৪:০৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    খেলাধুলা ডেস্ক: প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছে যুক্তরাষ্ট্র। তাই বাংলাদেশের লক্ষ্য এখন ধবলধোলাইয়ের লজ্জা এড়ানো।

    সেই লক্ষ্যে শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।




    একাদশে আজ দুটি পরিবর্তন আনা হয়েছে। জাকের আলীর জায়গায় ঢুকেছেন লিটন দাস। আর শরিফুল ইসলামের পরিবর্তে খেলছেন হাসান মাহমুদ। যুক্তরাষ্ট্রের একাদশে এসেছে চার বদল। বিশ্রামে রাখা হয়েছে নিয়মিত অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলকে।




    বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন।

    যুক্তরাষ্ট্র একাদশ: শায়ান জাহাঙ্গীর, মিলিন্দ কুমার, আন্দ্রিয়েস গুস, অ্যারন জোনস (অধিনায়ক), নিতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, নশতুশ কেনজিগে, শেডলি ফন শকওয়াইক, নিসর্গ প্যাটেল, জাসদ্বীপ সিং, সৌরভ নেত্রাভলকার।




    0Shares

    আরও খবর 16

    Sponsered content