• খেলাধুলা

    চট্টগ্রামে ভ্যাটার্ণ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চকবাজার ওয়ার্ড

      প্রতিনিধি ২৫ মে ২০২৪ , ১০:৩৫:৩৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    ক্রীড়া প্রতিবেদক : চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির আয়োজনে আ.জ.ম. নাছির উদ্দীন ভ্যাটার্ণ ফুটবল টুর্ণামেন্ট- ২০২৪ এর ফাইনাল খেলায় আবদুল গনি কন্ট্রাক্টর একাদশকে ০-২ গোলে হারিয়ে ১৬নং চকবাজার ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়েছে ।




    শুক্রবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আব্দুল গনি কন্ট্রাক্টর কে ২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাউন্সিলর টিনুর চকবাজার ওয়ার্ড।

    ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম মিন্টু, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিটুরাজ বড়ুয়া, সেরা গোলদাতা মোঃ মোজাম্মেল হক, সেরা সু-শৃংখল ট্রফি লাভ করেন হাটহাজারী ক্রীড়া সংস্থা।

    খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন।




    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক নেছার আহমদ মঞ্জু। সাধারণ সম্পাদক মোঃ হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ শাহাবুদ্দিন শামীম,সিডিএফ সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ফুটবল সম্পাদক মোঃ শাহজাহান, ইয়াছিন আরাফাত, মোঃ আলমগীর হোসেন।




    আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক হায়দার কবির প্রিন্স, সদস্য সচিব মুজিবুল আলম চৌধুরী , জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ লোকমান হাকিম,কাজী মোঃ জসিম উদ্দিন, সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান, অর্থ সম্পাদক ও সাবেক ফুটবলার দেবাশীষ বড়ুয়া দেবু।

    চ্যাম্পিয়ন চকবাজার ওয়ার্ড টিম কে ট্রফি সহ ৩০ হাজার টাকা প্রাইজমানি, রানার্স আপ আঃ গনি টিম কে ২০হাজার টাকা প্রদান করা হয়েছে।




    0Shares

    আরও খবর 16

    Sponsered content