• উত্তর চট্টগ্রাম

    ভয়ভীতি ও প্রভাব বিস্তারের উর্ধে উঠে ভোট গ্রহণ করার আহবান রির্টানিং কর্মকর্তার

      প্রতিনিধি ১৩ মে ২০২৪ , ১০:৫৮:১৬ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : আসন্ন ২য় দাপে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে গ্রহণ কর্মকর্তাদের সাথে রির্টানিং কর্মকর্তা মতবিনিময় সভা বেলা ১টার সময় ফটিকছড়ি উপজেলা বীর মুক্তিযোদ্ধা শহীদ শফিকুন নুর মাওলা বীর প্রতিক গণমিলায়তে অনুষ্ঠিত হয়।




    ১২ মে রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্ভিক ও রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ রাকিব হাসান, চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ এনামুল হক, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মিছবাহ উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা বাবু অরুণ উদয় ত্রিপুরা ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আবু জাফর মুহাম্মদ সালেহ তুহিন ও ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।




    রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সর্বিক মুহাম্মাদ রাকিব হাসান বলেন সততা, ন্যায়, নিষ্ঠা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আপনাদের মনোবল ঠিক রেখে কাজ করবেন। ভয়ভীতি ও প্রভাব বিস্তার উর্ধে উঠে ভোট গ্রহন করবেন। প্রশাসন আপনার পাশে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে আপনাকে সহায়তা করতে প্রস্তুত। মনে রাখবেন আপনি দন্ড সোজা ও শক্ত রেখে মাথা উঁচু করে কাজ করবেন।

    আরও খবর 27

    Sponsered content