প্রতিনিধি ১৩ মে ২০২৪ , ১০:৫৯:৪৯ প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদন: ফুটবল খেলাকে আরো জনপ্রিয় ও তৃনমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং উদীয়মান খেলোয়াড় সৃষ্টির লক্ষে ৩৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাব পরিচালিত ” দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির নিয়মিত অনুশীলন সিডিএ বালুর মাঠে চলমান রয়েছে।
এর ধারাবাহিকতায় রোববার (১২ মে) একাডেমির সদস্যদের মধ্যে অনুর্ধ১৩ ও অনুর্ধ ১৪’র প্রীতি ফুটবল ম্যাচে অনুর্ধ-১৪ টিম ট্রাইবেকারে ৪-২ গোলে জয়লাভ করে।
নির্ধারিত সময়ের ৬০ মিনিটে নিহাল ও রিমন গোল করে ১-১ সমতায় ড্র করেছে। ফলে ট্রাইবেকার শুটআউটে অনুর্ধ ১৪টিম ৪-২ গোলে জয়লাভ করে।
খেলার শুরুতে উভয় টিমের সাথে পরিচয় বিনিময় করেন একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা, পরিচালক সদস্য মোঃ আবু জাফর বাবু, মোঃ খলিলুর রহমান হাওলাদার। খেলা পরিচালনা করেন উপদেষ্টা কোচ মোঃ আলা উদ্দিন সহকারী ছিলেন মোঃ আমির হোসেন ও মোঃ রবিন।
বুধবার বিকেলে একই মাঠে পাইওনিয়ার (১৮) টিমের সাথে অনুর্ধ-১৬টিম ২য় প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।