• কক্সবাজার

    কুতুবদিয়ায় সামুদ্রিক কচ্ছপের ডিম সংরক্ষণ ও সফলভাবে অবমুক্তকরণ

      প্রতিনিধি ৮ মে ২০২৪ , ৯:৩৫:৪৬ প্রিন্ট সংস্করণ

    মহিউদ্দীন কুতুবী,কুতুবদিয়া: কুতুবদিয়ায় সামুদ্রিক কচ্ছপের ডিম সংরক্ষণ ও সফলভাবে অবমুক্তকরণে কাজ করছে ইকোফিশ-২ প্রকল্পের হ্যাচারি।

    সামুদ্রিক জীববৈচিত্রের ভারসাম্য রক্ষায় কচ্ছপসহ অন্যান্য মেগাফোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা সংরক্ষণের অংশ হিসেবে কক্সবাজারের কুতুবদিয়ায় সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় ইউএসএআইডি’র এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ-২) এ্যাক্টিভিটি, ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ এর উদ্যোগে একটি হ্যাচারি স্থাপন করা হয়েছে ।




    জানা যায়,স্থানীয় স্বেচ্ছাসেবীর মাধ্যমে সমুদ্র সৈকত সংলগ্ন এলাকা হতে অলিভ রিডলি প্রজাতির ৪৬৭ টি ডিম সংগ্রহ করে হ্যাচারিতে সংরক্ষণ করা হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে স্থানীয়দের নানা ধরণের মিটিং ও ট্রেনিং-এর মাধ্যমে সামুদ্রিক জীববৈচিত্র্য, মেগাফোনা সংরক্ষণ, সামুদ্রিক পরিবেশ ও তার ভারসাম্য সম্পর্কে অবহিত ও সচেতন করা হয়। সংগ্রহ করা ডিম হতে এখন পযন্ত ১৪৯ বাচ্চা সমুদ্রে অবমুক্ত করা হয়েছে।




    ইকোফিশের রিচার্স এসোসিয়েট সুলতান মাহমুদ বলেন, সামুদ্রিক কাছিম এর ডিম নষ্টকারী কুকুর, শেয়াল ও ডিম আহরণকারী মানুষের হাত হতে রক্ষা করতে হবে।




    আরও খবর 30

    Sponsered content