• খেলাধুলা

    চট্টগ্রামে সিসিপিএ দাবা লিগের উদ্বোধন করলেন দাবা ফেডারেশনের মহাসচিব সৈয়দ শাহাবুদ্দিন

      প্রতিনিধি ১ মে ২০২৪ , ১২:১৩:০৬ প্রিন্ট সংস্করণ

    ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রামে সিসিপিএ হাজী আব্দুল মজিদ দাবা লিগ ২০২৪’র উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ দাবা ফেডারেশনের মহাসচিব
    ও সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম । অনুষ্ঠানে বিশেষ অতিথি স্পন্সর প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর সালেহ উদ্দিন আহমেদ।




    ৩০ এপ্রিল মঙ্গলবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হলে লিগের প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।




    সিসিপিএর সভাপতি মোঃ শহীদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আঃ মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিজেকেএস দাবা সম্পাদক মিসেস তনিমা পারভীন,যুগ্ন সম্পাদক প্রকৌশলী এস এম তারেক, সদস্য মোঃ নূরুল আমিন,আলী কায়সার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মির্জা মোঃ আরিফ, সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম। টুর্নামেন্টে চীফ অরবিটার মোঃ রাকিবুল ইসলাম সাচ্চু, সহকারী মোঃ আসিফ।




    এই লিগে ২৪ টি টিম সুইজ লিগ ভিত্তিতে ৭ রাউন্ড খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন লিগ কমিটির উপদেষ্টা পরিচালক প্রফেসর মোঃ মহসিন জামাল পাপ্পু।

    আরও খবর 16

    Sponsered content