• মহানগর

    জেলা প্রশাসকের স্বাক্ষর নকল করে জাল সনদ, আটক ১

      প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৪ , ১০:০২:১৩ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: চট্টগ্রাম জেলা প্রশাসকের স্বাক্ষর নকল করে ‘অবিবাহিত সনদ’ তৈরি করেছিলেন মোহাম্মদ আকতার (৪৯) নামের এক ব্যক্তি। সেই সনদের মেয়াদ বৃদ্ধি করতে গিয়ে আটক হলেন তিনি।

    বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে আটক করে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।




    থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেনের কাছে জনৈক মো. কামারুল হাসানের ‘অবিবাহিত সনদ’ এর মেয়াদ বৃদ্ধি করার জন্য আবেদন করা হয়।

    কাগজ দেখে সনাক্ত করা হয়- চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর স্বাক্ষর নকল করে সনদটি তৈরি করা হয়েছে এবং প্রতারণার উদ্দেশ্যে সেটির মেয়াদ বৃদ্ধির চেষ্টা করা হয়।

    আটক মোহাম্মদ আকতার সন্দ্বীপ থানাধীন মাইটভাংগা আমিন খান বাড়ির শহিদুল্লাহ সর্দ্দারের ছেলে।




    কোতোয়ালী থানার ওসি ওবায়েদুল হক বলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেনের আদেশে এজাহার গ্রহণ করে আসামিকে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

    আরও খবর 25

    Sponsered content