• মহানগর

    মশা ও জলাবদ্ধতা কমানোর ওপর গুরুত্বারোপ মেয়রের

      প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৪ , ১০:৩৫:০৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নগরে প্রকৌশল কার্যক্রমের গতি বাড়ানোর পাশাপাশি মশক নিয়ন্ত্রণ ও বর্ষায় জলাবদ্ধতা কমাতে খাল-নালা পরিষ্কারের ওপর গুরুত্বারোপ করেছেন মেয়র রেজাউল করিম চৌধুরী।

    ঈদ ও বাংলা নববর্ষের ছুটির পর সোমবার (১৫ এপ্রিল) টাইগারপাসের চসিক কার্যালয়ে বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকতাদের সভায় তিনি এসব বিষয়ে গুরুত্ব দেন।




    মেয়র বলেন, বর্ষাকাল ঘনিয়ে আসছে। তাই ডেঙ্গু ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে কার্যক্রমের গতি বাড়াতে হবে৷ বিশেষ করে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের গতি বাড়াতে হবে।

    বর্ষাকালের আগেই খাল-নালা পরিষ্কারের কার্যক্রম এগিয়ে নিতে হবে৷ কারণ খাল-নালা পরিষ্কার থাকলে মশাও কমবে, জলাবদ্ধতাও হবে না৷ এজন্য ওয়ার্ড পর্যায়ে মনিটরিং বাড়াতে কাউন্সিলরদের সংশ্লিষ্টতা নিশ্চিত করতে হবে৷ পরিচ্ছন্ন বিভাগের যেসব কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব পালনে অবহেলা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।




    সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, আইন কর্মকর্তা জসিম উদ্দিন, প্রধান প্রকৌশলী শাহীন-উল ইসলাম চৌধুরী, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী, চৈতী সর্ববিদ্যা প্রমুখ।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content