• দক্ষিণ চট্টগ্রাম

    হাসপাতালের এক্স-রে কক্ষে পাওয়া গেল বিষধর শঙ্খিনী

      প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৪ , ১০:২৩:৪১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার একটি বেসরকারি হাসপাতালের এক্স-রে কক্ষ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার কালাবিবির দীঘির মোড় এলাকায় অবস্থিত ওই হাসপাতালের এক্স-রে কক্ষ থেকে সাপটি উদ্ধার করে।




    জানা যায়, হাসপাতালের এক্স-রে কক্ষটি ভবনের নিচতলায় অবস্থিত। শুক্রবার সন্ধ্যায় এক্স-রে করাতে গিয়ে একটি শঙ্খিনী সাপ দেখেন কর্মচারীরা।

    এতে তারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন। পরে খবর দেওয়া হলে স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্যরা রাত সাড়ে নয়টার দিকে সাপটি উদ্ধার করেন।




    সাপ উদ্ধারকারী দলের সদস্য মো. মেহরাজ হোসেন বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১০ মিনিটের মধ্যে ৪ ফুট লম্বা সাপটি উদ্ধার করা হয়। দেখলেই কেউ যাতে সাপ না মারে এজন্য সবাইকে সচেতন হতে হবে।

    0Shares

    আরও খবর 28

    Sponsered content