প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৪ , ১০:১৮:০৮ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী : সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ফটিকছড়িতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি এস্কেভেটর ও দুটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
গত ৮ এপ্রিল সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঞ্চননগর রাঙামাটিয়া রাবার বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
অভিযানে সরকারি ইজারাকৃত রাবার বাগান থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে জড়িত সকলেই পালিয়ে যায়। পরবর্তীতে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ও দুটি ড্রাম ট্রাক জব্দ করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।