• মহানগর

    ১২ হাজার পরিবারে শিক্ষামন্ত্রীর ইফতার সামগ্রী

      প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৪ , ১০:১৬:১৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে ১২ হাজার পরিবারে ইফতার সামগ্রী ও ৫ হাজার মানুষকে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

    রোববার (৮ এপ্রিল) এসব ইফতার সামগ্রী ও ঈদবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।




    প্রথম রমজান থেকে এ পর্যন্ত চট্টগ্রাম-৯ আসনের ১৪টি ওয়ার্ডের ১০ হাজার পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি ছোলা, ১ কেজি মশুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১টি কনডেন্স মিল্ক কোটা, ২০০ গ্রাম চা, ১ কেজি লবণ রয়েছে।

    ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ নিয়ে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে। সেই নির্দেশনা অনুসারে এই রমজানের উপহার বিতরণ করছি। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের কথা ভাবে। মানুষকে কীভাবে সহযোগিতা করা যায় সেই কথা ভাবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনা মহামারি থেকে শুরু করে সব দুর্যোগে সাধ্যমতো সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। যার নির্দেশে আমরা এসব কাজ করছি তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।




    বঙ্গবন্ধু কন্যা এবং বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের জন্য শিক্ষামন্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content