• পার্বত্য চট্টগ্রাম

    বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৪৯ জন আটক

      প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৪ , ৯:৪৫:২৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিশেষ প্রতিনিধি,পার্বত্য চট্টগ্রাম: বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে রুমা ও থানচি ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ১৮ নারীসহ ৪৯ জনকে আটক করেছে পুলিশ।




    সোমবার (০৮ এপ্রিল) বিকেলে উপজেলার বেথেল পাড়া থেকে তাদের আটক করা হয়।বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, আটক ৪৯ জনকে রুমা সদর থেকে বাসে করে পুলিশের কড়া পাহাড়ায় বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার আটকদের আদালতে পঠানো হবে।




    এর আগে সোমবার বিকেলে বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে কেএনএফের দুই সদস্যকে আটক করা হয়। এ সময় সাতটি দেশী বন্ধুক, ২০ রাউন্ড গুলি, ইউনিফর্ম, বুট এবং ব্যবহৃত একট ল্যাপটপ জব্দ করা হয়।




    0Shares

    আরও খবর 29

    Sponsered content