• পার্বত্য চট্টগ্রাম

    পাহাড়ি গ্রামে নারীদের কল্যাণে তথ্য আপা

      প্রতিনিধি ৮ মার্চ ২০২৪ , ৯:২৫:১৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: শহিদুল ইসলাম শহীদ: উপজেলা তিন নং থানচি ইউপির নউকতআহ পাড়াতে নারী ও শিশুদের নিয়ে বিভিন্ন সেবা মূলক বিষয়ে সচেতনতা নিয়ে উপজেলা তথ্য আপা কতৃক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    ৮ই মার্চ ২০২৪ উপজেলা তথ্য আপা সেতারা পারভীন এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠক চিকিৎসা সেবা প্রদান ও গ্রহন বিষয়ে দিকনির্দেশনা মূলুক আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মিরোব আল রহমান ।




    এতে সহকারী তথ্য আপা হাজেরা খাতুন, অফিস সহায়ক আথাং অং মারমা, সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম শহীদ উপস্থিত ছিলেন।




    তথ্য আপার উঠান বৈঠকে এসময় পাড়ায় বসবাস করত কিশোরী যুবতী নারী বৃদ্ধা শিশু সহ পাড়ার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন, তথ্য আপা সেতারা পারভীন আলোচনাকালে বলেন নারী শিশু আর ১৫ বছরের উপরে যে কোন তথ্য সেবা বিধবা ভাতা, বয়স্ক ভাতা,মাতৃত্বকালীন ভাতা ইত্যাদি বিষয়ে তথ্য আপা উপজেলা অফিস কিংবা আপনাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সেবা তৎপর, বাংলাদেশ সরকার আপনাদের কল্যাণে কাজ করে যাচ্ছে, আপনাদের তা সুবিধা গ্রহণ করার জন্য জানতে হবে বুজতে হবে।




    0Shares

    আরও খবর 29

    Sponsered content