• মহানগর

    বিবেকানন্দ সঙ্গীত নিকেতনের বসন্ত উৎসব

      প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:৩৪:৪১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    অরুণ নাথ : প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ। ঋতুবৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই এ দেশকে বলা হয় রূপসী বাংলা। ছাপ্পান্ন হাজার র্বগ মাইলের এদেশটি যেন ষড়ঋতুর এক অপূর্ব লীলাভূমি। ঋতুরাজ বসন্তকে শ্রেষ্ঠ ঋতু বলা হয়। বাংলা রর্ষ পঞ্জির সর্বশেষ ঋতু বসন্ত,শীতের শেষে বসন্তের আগমনী গান, গাছে গাছে নতুন পাতা, দখিনা হাওয়ায় ভরে যায় মন-প্রাণ। বাতাসে ফুলে ওঠে নৌকার রঙির পাল। রঙিন হয়ে ওঠে নর-নারীর ঘরোয়া জীবন।




    বসন্তের গানের পাখি কোকিল ছড়িয়ে দেয় উদাস করা কুহুতান। নগরকেন্দ্রিক বসন্ত উৎসব বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে উপভোগ করেন নগরবাসী ২৭ ফেব্রুয়ারি বিকাল বিবেকানন্দ সঙ্গীত বিদ্যালয় উদ্যোগে বসন্ত উৎসব আয়োজন করেন।

    এতে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতনের অধ্যক্ষ নারায়ণ কান্তি চৌধুরী। সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ মানু মজুমদার, রামকৃষ্ণ বিবেকানন্দ ট্রাস্টের সদস্য বিকাশ মজুমদার, সাংস্কৃতিক কর্মী সাংবাদিক অরুণ নাথ।

    বাচিক শিল্পী প্রিয়ম কৃষ্ণ দে এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ মানু মজুমদার, বিদ্যানিকেতনের অধ্যক্ষ নারায়ণ কান্তি চৌধুরী।




    এর পর শুরু হয় বসন্তের গান, নৃত্য, কথামালায় নেচে গেয়ে আনন্দ হল ভর্তি দর্শক –শ্রোতা বসন্তের বর্ণিল সাজে ও সেজে ছিল । সঙ্গীত পরিচালনায় ছিলেন গৌরী নন্দী,ঋতু দত্ত, অন্তরা দাশ, সীমা দাশ, তৃপ্তি বিশ্বাস, বহ্নিশিখা মাজুমদার, অন্তরা দাশ,মৌসুরী কার, তণ্বী বড়ুয়া, সঞ্চিতা দস্তিদার, তণ্বী লালা, পূণম মিত্র, তবলায় সহযোগিতা করেন দীপ্ত দত্ত,পলাশ চক্রবর্তী, দেবাশীষ দাশ, সেতু ধর।

    অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাপ্পী দাশ।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content