• মহানগর

    চট্টগ্রাম নিয়ে লেখা কবিতা শোনালেন ফিলিপাইনের রাষ্ট্রদূত

      প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:১৫:০৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদক:: প্রাচ্যের রানি খ্যাত চট্টগ্রামের রূপে মুগ্ধ ফিলিপাইনের রাষ্ট্রদূত লিও টিটো এল অসান জুনিয়র (Leo. Tito L. Ausan Jr.)। তিনি চট্টগ্রাম নিয়ে লিখেছেন কবিতাও।

    ‘অড টু চিটাগং’ শিরোনামের সেই কবিতা রোববার (১১ ফেব্রুয়ারি) চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীকে শুনিয়েছেনও। এ সময় এশিয়ার দুই দেশের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখার নানা দিক নিয়ে আলাপ হয় দুজনের মাঝে।




    মেয়র বলেন, বাংলাদেশ এবং ফিলিপাইনের মাঝে বিদ্যমান সুসম্পর্ক কাজে লাগালে দুটি দেশই আর্থিক ও সাংস্কৃতিক দিক থেকে লাভবান হতে পারে। ব্যাপক বিনিয়োগের ফলে চট্টগ্রাম বৈদেশিক বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। ফিলিপাইন এই সোনালি সুযোগ কাজে লাগাতে চট্টগ্রামে বিনিয়োগ করলে বেশ লাভবান হবে।
    ফিলিপাইনের রাষ্ট্রদূত বলেন, চট্টগ্রামের সৌন্দর্যে আমি এতটা মুগ্ধ যে চট্টগ্রাম নিয়ে কবিতা লিখেছি। রিকশা, রিকশার পেইন্টিং এবং সজ্জা বেশ চমৎকার লেগেছে আমার। পাহাড়, নদী, গাছ আর রঙিন ফুলে ভরা চট্টগ্রামের উচিৎ পর্যটন খাতে ব্যাপক বিনিয়োগ করা।




    ‘আমি মনে করি পর্যটন খাত চট্টগ্রামকে বিশ্বের একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করতে পারে। বিশেষ করে যেহেতু চট্টগ্রামে বিদেশি বিনিয়োগকারীরা নিয়মিত আসে সেহেতু ব্যবসায়িক কাজের অবসরে তারা বিভিন্ন ট্যুরিস্ট স্পটে ঘুরে বেড়াতে পারবে। ফলে চট্টগ্রাম কেবল বাণিজ্যিক নগরই নয় বরং অবসর বিনোদনের নগরেও পরিণত হবে।




    মেয়র চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ওশান অ্যামিউজম্যান্ট পার্কসহ শিক্ষা ও স্বাস্থ্যখাতে চসিকের সাফল্য তুলে ধরে ট্যুরিজম খাতের বিকাশেও কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

    এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, বাংলাদেশস্থ ফিলিপাইন দূতাবাসের থার্ড সেক্রেটারি ও ভাইস কনসাল মারিয়া তানিয়া বি গৌরানো (Maria Tanya B. Gaurano), কমিউনিকেশন অফিসার ও এটাশে ওয়েম্পার জন এল পাসোক (Wemperr John L. Pasok), চট্টগ্রামে ফিলিপাইনের অনারারি কনসাল জেনারেল আবদুল আউয়াল, ফিলিপিন কনস্যুলেট চট্টগ্রামের চিফ অব স্টাফ শেখ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন৷




    0Shares

    আরও খবর 25

    Sponsered content