• মহানগর

    চট্টগ্রামে স্মারক ডাকটিকিট প্রদর্শনী

      প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৪ , ১১:৩৪:৫০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে জিপিও প্রাঙ্গণে দিনব্যাপী স্মারক ডাকটিকিট প্রদর্শনী ও বিপণন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে এ প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন পূর্বাঞ্চল সার্কেলের পোস্টমাস্টার জেনারেল মো. ছালেহ আহাম্মদ।

    এ সময় তিনি প্রদর্শনীর উদ্বোধন করেন এবং চিটাগাং কালেক্টরস ক্লাব কর্তৃক একটি স্মারক খাম উন্মোচন করেন।




    প্রদর্শনীতে বিশেষ অতিথি ছিলেন ড. মোহাম্মদ নিজাম উদ্দীন, পূর্বাঞ্চল সার্কেলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল (সঞ্চয়) মোহাম্মদ আবদুল্লাহ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র পোস্টমাস্টার মোহাম্মদ মোহসীন উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন চিটাগাং কালেক্টরস ক্লাবের সভাপতি প্রবাল দে।




    পরে চিটাগাং কালেক্টরস ক্লাবের সদস্যবৃন্দ সার্টিফিকেট প্রদান করেন। প্রদর্শনীতে চট্টগ্রাম ডাক বিভাগের ফিলাটেলিক ও পোস্টাল মিউজিয়ামের সংগ্রহসমূহ এবং চিটাগাং কালেক্টরস ক্লাবের মূল্যবান সংগ্রহসমূহ প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে ডাক ব্যবস্থা, বিভিন্ন খাম ও স্মারক ডাক টিকিট প্রদর্শন করা হয়।

    প্রদর্শনীতে আগতরা স্মারক ডাকটিকিট ও খাম সংগ্রহ করেন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content