• মহানগর

    লালদীঘি পাড়ের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো জেলা প্রশাসন

      প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৪ , ১০:৪০:৫৬ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: লালদিঘির পাড় এলাকায় সরকারি জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা গুঁড়ি দিয়েছে জেলা প্রশাসন।

    বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।




    তিনি বলেন, এখানে সরকারি খাস জমিতে প্রায় ১৭টির মতো ছোট-বড় যে দোকানগুলো ছিল, সেগুলো আমরা উচ্ছেদ করছি। এই জমিতে প্রায় ১৪ দশমিক ৩৬ শতক সরকারি জায়গা রয়েছে।




    যে জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনাগুলো ছিল। এই এরিয়াতে জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ আদালত প্রাঙ্গন রয়েছে। এখানে উঠানামার যে রাস্তাটি রয়েছে সেটি খুবই সরু। যার কারণে স্থাপনাগুলো প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে, চলতে ফিরতে অসুবিধা হচ্ছে।




    আরও খবর 25

    Sponsered content