প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৪ , ১০:১৭:৪২ প্রিন্ট সংস্করণ
সিটি রিপোর্টার: নগরের চান্দগাঁও মৌলভী পুকুর পাড় এলাকায় ভোটের দিন রোববার (৭ জানুয়ারি) ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর ও টায়ারে আগুন দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় গ্রেফতার ১২ আসামিকে আদালতে চালান দেওয়া হয়েছে। তারা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
এ ঘটনায় ৪৫ জনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের এ মামলা করা হয়।সোমবার (৮ জানুয়ারি) চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড়স্থ আল হেকমত ইন্টারন্যাশনাল স্কুলের সামনে পাকা রাস্তায় রোববার পুলিশের সঙ্গে বিএনপির এ সংঘর্ষের ঘটনা ঘটে। নির্বাচন বানচালসহ সাধারণ ভোটারদের কেন্দ্রে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভোট কেন্দ্রে প্রবেশ করে দরজা, জানালা ভাঙচুর, রাস্তায় ককটেল বিস্ফোরণ, রাস্তায় গাড়ি ভাংচুর ও রাস্তায় টায়ারে আগুন দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে নাশকতা করে জনমনে ভীতি সৃষ্টি করেছিল আসামিরা।
অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।