• মহানগর

    এশিয়ান আবাসিক স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৩ , ১০:৩৩:১৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: বন্দরনগরী চট্টগ্রামের সিডিএ নিউ চান্দগাঁও আবাসিক এলাকা বহদ্দারহাটে অবস্থিত এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইন এর সভাপতিত্বে শিক্ষক সাইফুল ইসলাম ও জান্নাতুল মিম এর সঞ্চালনায় প্রতিষ্ঠানের হল রুমে অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও-৪ এর কাউন্সিলর মোহাম্মদ এসরারুল হক।




    উদ্বোধক প্রফেসর সুমঙ্গল মুৎসুদ্দী, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার, চীফ কো-অর্ডিনেটর মোহাম্মদ আজম, হোস্টেল সুপার মোহাম্মদ ইউনুস, শিক্ষক আবদুল মজিদ, আব্দুস শাকুর, মোঃ জাকারিয়া, শিক্ষিকা তাসনোভা তাহরিন,মিতু বড়ুয়া,আইরিন আক্তার,জান্নাতুল ফেরদৌস, রিফাত ফারজানা, মরিয়ম বেগম আফরিন, জয়নব বেগম, নোমায়তুল জান্নাত, নাজরাতুল মামুর, মোঃ শাহীন, মোঃ হাসান ও মোঃ তানভীর প্রমূখ উপস্থিত ছিলেন।




    এতে বক্তারা শিক্ষার্থীদের আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় নিজেকে প্রস্তুত করার জন্য উদ্বুদ্ধ করেন।

    সবশেষে অতিথিরা একাডেমিক ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং কৃতি ছাত্রীদের বৃত্তি প্রদানের মধ্য দিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content