• মহানগর

    চট্টগ্রামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি সংক্রান্ত মত বিনিময় সভা

      প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৩ , ১১:৫২:৫৯ প্রিন্ট সংস্করণ

    সিটি রিপোর্টার: চট্টগ্রাম জেলা রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৮১ চট্টগ্রাম-০৪, ২৮২ চট্টগ্রাম- ০৫, ২৮৫ চট্টগ্রাম-০৮, ২৮৬ চট্টগ্রাম-০৯, ২৮৭ চট্টগ্রাম-১০ ও ২৮৮ চট্টগ্রাম-১১ এর প্রার্থীগণের সাথে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মত বিনিময় সভা ১৮ডিসেম্বর,সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।




    সভায় সিএমপির পক্ষে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) ।




    এসময় উপস্থিত ছিলেন০৮আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ ছালাম (কেটলি), জাপার সোলায়মান আলম শেঠ, ০৯ আসনে আঃ লীগ মনোনীত প্রার্থী ও শিক্ষা উপ মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহিউদ্দিন বাচ্চু,স্বতন্ত্র প্রার্থী এম মনজুর আলম (ফুলকপি), তৃণমূল বিএনপির প্রার্থী ফেরদৌস বশির, ইসলামিক ফ্রন্ট এর মাওঃ মোঃ ওয়াহেদ মুরাদ, চট্রগ্রাম -১১ এর স্বতন্ত্র প্রার্থী (কেটলি) জিয়াউল হক সুমন , দীপক পালিত তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




    সভায় সভাপতি তোফায়েল ইসলাম বলেন, সকল প্রার্থীকে অবশ্যই নির্বাচনুয় আচরণবিধি প্রতিপালন সহ কোন প্রার্থী নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বে-আইনী কর্মকান্ড থেকে বিরত থাকতে জোরালো ভাবে অনুরোধ জানিয়েছেন।

    আরও খবর 25

    Sponsered content