• মহানগর

    বিজয় দিবসে এমএ আজিজ স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ

      প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৩ , ১২:০৬:৩১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: মহান বিজয় দিবস উপলক্ষে নগরের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ।

    শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কুচকাওয়াজের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।




    এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।

    বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এম শফিউল্লাহ।সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।




    বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড এবং বিভিন্ন শিশু কিশোর সংগঠন কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content