• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ৩০০০ ঘনফুট বালু জব্দ, সরঞ্জামাদি ধ্বংস

      প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৩ , ১০:১৪:৪৬ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ির উপজলা ধর্মপুরের সত্ত্বা খালের কুলাল পাড়া নামক স্থানে সকাল ১১ টার সময় সহকারী কমিশনার (ভূমি(র, নেতৃত্বে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা হয়।




    অভিযানে খালের প্রান্তে বালু তোলার আনুষঙ্গিক পাইপ (আনুমানিক ৫০০ ফুট) ভ্রাম্যমাণ আদালতে সম্মুখে ধ্বংস করা হয় এবং প্রায় ৩০০০ ঘনফুট বালু ফটিকছড়ি প্রান্তে জব্দ করে স্থানীয় মেম্বারের জিম্মায় প্রদান করে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।




    অভিযান পরিচালনাকালে অবৈধ বালু উত্তোলনের পয়েন্টে উক্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট কিছু লাইসেন্স বিহীন গাড়ি আটক করা হয় এবং উক্ত গাড়ি গুলোকে সড়ক পরিবহন আইনে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয় জনসাধারণ এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারীগণের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার এবং ফটিকছড়ি থানা পুলিশ সার্বিক সহায়তা করেন।




    জনস্বার্থে অব্যাহত এ ধরণের অভিযান থাকবে বলে চট্টবাণীকে জানান সহকারী কমিশনার(ভূমি)।

    আরও খবর 27

    Sponsered content