• দক্ষিণ চট্টগ্রাম

    প্রধানমন্ত্রীর সঙ্গে মোতালেবের সৌজন্য সাক্ষাৎ

      প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৩ , ১০:০০:৫৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব।




    বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে গণভবনে এই আওয়ামী লীগের নেতার সঙ্গে একান্তে কথা বলেন প্রধানমন্ত্রী।

    তবে বিশেষ কোনো পরিস্থিতি বা জরুরি প্রয়োজনে নয়, এটা সৌজন্য সাক্ষাৎ বলেই জানালেন আবদুল মোতালেব।




    তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দোয়া করেছেন।আমাকে নির্বাচন করতে বলেছেন। সুষ্ঠু ও সুন্দর অবাধ নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

    তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে বলেছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে আপনার কাছে এসেছি। আপনি ঘোষণা না দিলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব হতো না। আজকে এসেছি কৃতজ্ঞতা প্রকাশ করতে। আমি নির্বাচন করছি, দোয়া করবেন। আমার দলের নেতাকর্মীরা আমার সঙ্গে আছেন বলে আমি নেত্রীকে জানিয়েছি।




    0Shares

    আরও খবর 28

    Sponsered content